গোমস্তাপুরে বৃত্তিপাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৪, ৮:৫৫ অপরাহ্ণ

গোমস্তাপুর প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির বৃত্তিপাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে রহনপুরের একটি কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই এসোসিয়েশনের সভাপতি জিন্নাউল আউয়াল ওরফে জিন্নাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার ইসাহাক আলী। সংগঠনের সাধারণ সম্পাদক সারওয়ার হাবিবের সঞ্চালনায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নাজমুল হুদা খান রুবেল, রহনপুর শিল্প ও বণিক সমিতি সভাপতি মাসুদ রানা, মেসার্স মারুফ ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক আল মামুনসহ অন্যরা।

এ সময় বিভিন্ন কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক,কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থীরা। আলোচনা শেষে গোমস্তাপুর উপজেলা কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির বৃত্তিপ্রাপ্তসহ ১১২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ