গোমস্তাপুরে বেগম রোকেয়া দিবস পালিত

আপডেট: ডিসেম্বর ৯, ২০২৩, ৭:২৩ অপরাহ্ণ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (৯ ডিসেম্বর) সকালে শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। পরে সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা।

সাংবাদিক সারওয়ার জাহান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, জয়িতা মাসিয়া খাতুন ও সুরমা বেগম।পরে প্রধান অতিথি নিশাত আনজুম অন্যন্যা উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ ৫ জয়িতাকে সম্মাননা স্মারক তুলে দেন।