গোমস্তাপুরে ব্যক্তি উদ্যোগে কম্বল বিতরণ

আপডেট: জানুয়ারি ২৬, ২০২৩, ১১:১৬ অপরাহ্ণ

গোমস্তাপুর প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্যক্তি উদ্যোগে অসহায়,দুস্থ ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে গোমস্তাপুর ইউনিয়েেন দু’টি স্থানে এগুলো বিতরণ করা হয়। বিতরণ করেন জেলা বিএনপির সদস্য ও গোমস্তাপুর থানা বিএনপির যুগ্মআহ্বায়ক আবুল কালাম আজাদ।

এসময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আনজারুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আবুল কালাম, সমাজ সেবক আবুল হায়াত, হারুনুর রশিদ, সদরুল মড়লসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিতরণকারী আবুল কালাম আজাদ বলেন, এরআগে গোমস্তাপুর ইউনিয়নের অন্য ওয়ার্ডে শতাধিক অসহায়, দুস্থ ও শীতার্ত জনগণকে কম্বল বিতরণ করা হয়। পর্যায়ক্রমে বৃহস্পতিবার বিকেলে গোমস্তাপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ও লালকোপরা এলাকায় অর্ধশতাধিক ব্যক্তিকে কম্বল তুলে দেওয়া হয়। তিনি আরও জানান, এলাকার গরীব ও অসহায়দের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে মানুষের পাশে থাকব। এ সময় তিনি তাঁর পরিবারের জন্য দোয়া চেয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ