গোমস্তাপুরে বড়দিন উপলক্ষে আলোচনাসভা

আপডেট: ডিসেম্বর ২৪, ২০১৬, ১২:১৬ পূর্বাহ্ণ

গোমস্তাপুর প্রতিনিধি


আসন্ন বড়দিন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ইউনিয়নের রাঙ্গামাটিয়া ক্যাথলিক চার্চ মিলনায়তনে গতকাল শুক্রবার বিকেলে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
চার্চের ফাদার বাবলু কোরাইয়ার সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ জিয়াউর রহমান। সভায় বক্তব্য দেন, গোমস্তাপুর থানার ওসি শেখ শাহীন কামাল, রহনপুর ইউপি চেয়ারম্যান সাজাহান আনসারী মামলত, রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শিশির কুমার চক্রবর্তী প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ