মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ১৭ হাজার ভারতীয় বিড়ি জব্দ করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার সকালে রহনপুর ভোলাহাট সড়কের মকরমপুর ব্রিজ এলাকা থেকে সাইকেলসহ বিড়িগুলো জব্দ করা হয়।
১৬ বিজিবির রহনপুর সদর কোম্পানি কমান্ডার সুবেদার মাসুদ আলম জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার রহনপুর ভোলাহাট সড়কের মকরমপুর ব্রিজ এলাকায় একজন সাইকেল আরোহী ভারতীয় বিড়িগুলো নিয়ে আসছিল। এ সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানোর সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সাইকেল আরোহী বিড়ির বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সাইকেলসহ ১৭ হাজার পিস বিড়ি জব্দ করে। যার আনুমানিক মূল্য ২২ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায় নি।