গোমস্তাপুরে মাতৃদুগ্ধ বিকল্প আইন বিষয়ে অবহিতকরই সভা

আপডেট: এপ্রিল ৩, ২০২৪, ৮:০৮ অপরাহ্ণ

গোমস্তাপুর ( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাতৃদুগ্ধ বিকল্প আইন – ২০১৩ বিষয়ে অবহিতকরই সভা অনুষ্ঠিত হয়। বুধবার (৩ এপ্রিল) উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজনে ও জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ব্যবস্থাপনায় আয়োজিত সভায় স্বাগত বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুল হামিদ। প্রধান অতিথি ছিলেন গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা।

গোমস্তাপুরে মাতৃদুগ্ধ বিকল্প আইন বিষয়ে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহ, হোগলা হাইস্কুলের প্রধান শিক্ষক আনোয়ার জাহান, উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ নুসরাত জাহান, বীর মুক্তিযোদ্ধা মাহতাবুল আলম নুরী, উপজেলা স্বাস্থ্য বিভাগের স্যানেটারি-কর্মকর্তা রেবেকা সুলতানাসহ অনেকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ