মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
গোপ্রতিনিধি মস্তাপুর
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নে একটি রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরেএ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। এ উপলক্ষে পুর্বব্রাহ্মণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আলমগীর কবীর, গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাধানগর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ, পাবর্তীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী খান, নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, পাবর্তীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফসার আলী খাঁন ও সাধারণ সম্পাদক এমরান আলী সর্দার, উপজেলা যুবলীগের আহবায়ক রাশিদুল ইসলাম, সদস্য সেরাজুল ইসলাম টাইগার প্রমূখ। চলতি ২০১৬-১৭ অর্থবছরের এসআরআইআইপি প্রকল্পের আওতায় এলজিইডি বাস্তবায়িত এ প্রকল্পে ১ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ৫’শ ১২ টাকা ব্যয়ে ২হাজার ৬’শ ৯৫ মিটার দৈর্ঘ্য আড্ডা হাট মোড় থেকে রসুলপুর ইউপি ভায়া ব্রাহ্মণগ্রাম রাস্তার সড়ক নির্মাণ করা হবে।