রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনববাগঞ্জের গোমস্তাপুরে আলিনগর ইউনিয়নের নাদেরাবাদ মকরমপুর গেদির মোড় থেকে মকরমপুর ঘাট রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সংসদ সদস্য মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস নতুন এ রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজাহান আনসারী মামলত, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম, এলজিইডি সহকারী প্রকৌশলী সাইদুর রহমান, গোমস্তাপুর এসএম কলেজের অধ্যক্ষ মহসিন আলী প্রমূখ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়িত এ প্রকল্পে ১৯ লক্ষ ১৭ হাজার ৩০৫ টাকা ব্যয় হবে।