বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৫ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দু’টি শুটারগান ও গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
গত শুক্রবার রাত নয়টায় উপজেলার বোয়ালিয়া-বড়গাছী সড়কের পলাশবোনা এলাকা থেকে অস্ত্রসহ তাঁকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম খায়রুল ইসলাম (৩৭)। তিনি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দূর্গাপুর এলাকার বাসিন্দা মৃত মাঈনুল ইসলামের ছেলে।
র্যাব সংবাদ বিজ্ঞপ্তি জানায়, র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. সানরিয়া চৌধুরীর নেতৃত্ব একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পলাশবোনা এলাকার সড়কে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চালান।
এ সময় ওই স্থান থেকে খায়রুল ইসলামকে নামে একজনকে আটক করা হয়। তাঁর কাছ থেকে দু’টি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি, সিমকার্ডসহ মোবাইল ফোন, বহনকারী ব্যাগ ও নগদ এক হাজার টাকা জব্দ করা হয়েছে।
আটককৃত খায়রুল ইসলাম জব্দকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র অজ্ঞাত স্থান থেকে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্য নিজ হেফাজতে রেখেছিলেন বলে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা দায়ের হয়েছে।