শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে ১৮৮ টি টিফিন বক্স বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা সভাকক্ষে এ উপলক্ষে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স বিতরণ করেন। রাধানগর ইউনিয়ন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে সভাপতি ও স্বাগত বক্তব্য দেন ওই পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা।
উল্লখ্য,২০২৩-২৪ ইং অর্থ বছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল বিবিজি (২য় কিস্তি) এর আওতায় রাধানগর ইউনিয়নের রোকুনপুর পূর্বপাড়া ও সিদ্ধিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে ১৮৮ টি টিফিন বক্স বিতরণ করা হয়।