বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক শিশু শিক্ষার্থী (৯) কে বলাৎকারের চেষ্টার অভিযোগে সাইফুল ইসলাম (৩২) এক মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশ সোপর্দ করেছে স্থানীয়রা। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রহনপুর পৌর এলাকার খান আজহারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত ওই শিক্ষক ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে।
ঘটনার শিকার শিশুটির মা জানায়, তার ছেলে গত বুধবার দুপুরে তাকে অবহিত করলে তিনি বিষয়টি স্থানীয়দের জানায়। পরে স্থানীয়রা ওই শিক্ষককে মারধর করে পুলিশে সোপর্দ করে। এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।অভিযুক্ত ওই শিক্ষককে বৃহস্পতিবার জেলহাজতে পাঠানো হয়েছে। #