শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
গোমস্তাপুর প্রতিনিধি
নাটোরের গোমস্তাপুরে দলিত হরিজন ও অনগ্রসর জনগোষ্ঠির মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দলিত হরিজন সমিতির গোমস্তাপুর উপজেলা সভাপতি দীপক চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী শ্যামরায় মিলোনি সেবাইত মহন্ত মহারাজ শ্রী ক্ষিতিস চন্দ্র আচারী ও ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পপতি তরিকুল ইসলাম (টি.ইসলাম)। বক্তব্য দেন, বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিরুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, বাংলাদেশ মানবাধিকার কমিশন চাঁপাইনবাবগঞ্জ জেলা সাধারণ সম্পাদক সৈয়দ শাহাজামাল, ইউপি সদস্য আব্দুল লতিব, আশরাফুল ইসলাম প্রমূখ। সভা শেষে অসহায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়।