গোমস্তাপুরে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ

আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ৮:৩৮ অপরাহ্ণ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে বাংলাদেশ জনকল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির আত্মপ্রকাশ হয়েছে।

এই উপলক্ষে শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে গোমস্তাপুর নূহ স্ট্যান্ডে ফিতা কেটে অফিস উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

বদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি আবুল কাশেম মহাজন ও পরিবেশ বিষয়ক সম্পাদিকা তাবাসুম আরা মিম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য চাষী ও সমাজ সেবক শরিফুল ইসলাম, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবুবাক্কারসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা।

আলোচনা শেষে বদরুল ইসলামকে সভাপতি ও ইসমাইল হোসেনকে সাধারণ সম্পাদক করে সংগঠনটির জেলা কমিটি ঘোষনা করা হয়। পরে ওই এলাকার ৫০ জন অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।