শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
রাবি গবেষণা সংসদের নতুন কমিটি ঘোষণা। ছবি: সংগৃহীত
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌরসভা শাখার আয়োজনে রহনপুর স্টেশনবাজারস্থ একটি রেস্টুরেন্ট এই ইফতার মাহফিল অনুষ্ঠিত।
ইফতার পূর্বে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমীর ইমামুল হুদা। বক্তব্য দেন, জেলা সহসেক্রেটারি ড.মিজানুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, উপজেলা সেক্রেটারি মাওলানা মসিউর রহমান, সাবেক আমীর শাহ আলম, রহনপুর পৌর আমীর মনিরুজ্জামান, সেক্রেটারি মানিক রাহয়ান,জেলা ছাত্রশিবিরের পূর্ব সেক্রেটারি আব্দুলল্লাহ, সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা। আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
###