শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ৪ ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাপের কামড়ে তানিয়া খাতুন নামে এক অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত তানিয়া উপজেলার রাধানগর ইউনিয়নের জশৈল গ্রামের আনারুলের মেয়ে।
ওই এলাকার নারী ইউপি সদস্য সালেহা বেগম বলেন, সোমবার ভোররাতের আগে কোন এক সময় ঘুমন্ত তানিয়াকে সাপে কামড় দেয়। পরে তানিয়া সাপে কামড়ের যন্ত্রনায় চিৎকারে দিলে পরিবারের লোকজন দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পসখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত তানিয়া তিন মাসের অন্তঃসত্ত্বা ছিল বলে তিনি জানান।