গোমস্তাপুরে সিএমইএস’র জব ফেয়ার অনুষ্ঠিত

আপডেট: জুন ২২, ২০২৫, ১০:৫২ অপরাহ্ণ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ম্যাস এডুকেশন ইন সাইনস (সিএমএস) এর জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ জুন) বিকেলে সংস্থার নয়াদিয়াড় ইউনিট কার্যালয় প্রাঙ্গণে এই জব ফেয়ার অনুষ্ঠিত হয়। সিএমইএসের ইমপাওয়ারিং ওমেন এন্ড গালর্স প্রজেক্টের নয়াদিয়াড়ি ইউনিটের তৃতীয় কোয়ার্টারের প্রশিক্ষার্থীরা ও বিভিন্ন এন্টার প্রাইজের মালিক এতে অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ওই ইউনিটের কম্পিউটার ট্রেইনার সাবিনা ইয়াসমিন ও সহযোগিতায় ছিলেন ফ্যাসিলেটর বিলকিস পারভিন। এ সময় বক্তব্য দেন নয়াদিয়াড় হাজী ইয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম ও সাদিকুল ইসলাম।
উল¬খ্য এই প্রোগ্রামের উদ্দেশ্য বিভিন্ন এন্টার প্রাইজে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। অনুষ্ঠানে ৫ জন মেয়েকে ৩টি এন্টার প্রাইজে চাকুরী আশস্ত করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ