গোমস্তাপুরে সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় নাগরিক গ্রেফতার

আপডেট: ডিসেম্বর ৪, ২০২৪, ৮:৪৩ অপরাহ্ণ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে নাজির উদ্দীন কার্তিক (২৫) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ৯ টার দিকে ওই সীমান্তের কেতাব বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ভারতের বিহার রাজ্যের কাটিহার জেলার আবাদপুর থানার গোবিন্দপুরের মৃত মছির উদ্দীনের ছেলে। পরে বিজিবি তাকে গোমস্তাপুর থানায় সোপর্দ করলে পুলিশ বুধবার (৪ ডিসেম্বর) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। আটকের বিষয়টি ১৬ বিজিবি (নওগাঁ ব্যাটালিয়ন) অধিনায়ক লে.কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান রাতেই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

অধিনায়ক আরো জানান, গত মঙ্গলবার রাতে বাঙ্গাবাড়ি বিওপি’র সদস্যরা প্রতিদিনের মত ওই এলাকায় টহল দিচ্ছেন। টহল দেওয়ার সময় সীমান্তের ২০৪/এমপি পিলার হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কেতাব বাজার এলাকায় সন্দেহ জনক এক ব্যক্তির চলাফেরা লক্ষ্য করেন তারা। পরে তাকে জিজ্ঞেসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন। তার নাম নাজির উদ্দীন কার্তিক। পরবর্তীতে তার কাছ থেকে পাসপোর্ট অথবা বৈধ কাগজপত্র চাওয়া হলে তিনি কিছুই দেখাতে পারেননি। ওই সময় বিজিবি তাকে আটক করে। তল¬াশি করে তার কাছ থেকে ভারতীয় ১০ রুপি ও বাংলাদেশি ২৫০ টাকা পাওয়া যায়।

লে. কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান আরো বলেন, জিজ্ঞাসাবাদে তিনি জানান ১০/১২ দিন আগে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ দিকে গোমস্তাপুর থানার ডিউটি অফিসার সূত্রে জানা গেছে, গ্রেফতার ভারতীয় নাগরিক নাজির উদ্দীন কার্তিককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে বিজিবি পক্ষ থেকে মামলা করা হয়েছে।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ