রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাক্টরের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। গতকাল শনিবার বিকেলে বোয়ালিয়া-নরশিয়া সড়কের পলাশডাংগায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার কাগমারী গ্রামের একরামুল হকের ছেলে মুকিম (৪৩)।
গোমস্তাপুর থানার উপপরিদর্শক বজলুর রহমান জানান, শনিবার বিকেল ৩টার দিকে বোয়ালিয়া-নরশিয়া সড়কের পলাশডাংগায় টাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মুকিম নিহত হয়। স্থানীয়রা ট্রাক্টরসহ চালককে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে। নিহতের লাশ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।