গোমস্তাপুরে ১৫ শো ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মানুষ পেলেন কম্বল

আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৩, ১০:০৩ অপরাহ্ণ

গোমস্তাপুর প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার তিনটি ইউনিয়নে ১৫ শো ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রান্তিক পর্যাযের শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গত তিনদিনে রহনপুর ইউনিয়নে তিনশ ৯৪টি, পার্বতীপুর ইউনিয়নে পাঁচশটি ও রাধানগর ইউনিয়নের ৬০৫ জনকে কম্বল তুলে দেওয়া হয়।
আন্তর্জাতিক দাতা সংস্থা হেকর্স ইপারের আর্থিক সহায়তায় ও বেসরকারী উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল বুধবার রাধানগর ইউনিয়ন পরিষদের সামনে ওই এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মধ্যে কম্বল তুলে দেন, রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা আলতাফুর রহমান, কারিগরি কর্মকর্তা আবুল কালাম আজাদ, শাখা ব্যবস্থাপক আবুল বাসার, উপজেলা সমন্বয়কারী জিন্নাহ, ইউপি সদস্য আশরাফুল হকসহ অন্যরা । প্রতিবছর তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে ডাসকো ফাউন্ডেশনের কর্মকর্তারা জানিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ