শুক্রবার, ১২ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২৮ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ ।
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নতুন করে গত দুই দিনে ৩৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গত বৃহস্পতিবার ও শুক্রবার রাজশাহীর পিসিআর ল্যাব থেকে তাদের রিপোর্ট পজিটিভ আসে। গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মনিটরিং কর্মকর্তা ডা.হাসান আলী শনাক্তদের খবর নিশ্চিত করেন। তিনি বলেন, গত বৃহস্পতিবার গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ৪৫ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহীর পিসিআর ল্যাবে ২৫ জন শনাক্ত হয়। এর মধ্যে ১৩ জন আগেই র্যাপিড অ্যান্টি টেস্টে শনাক্ত হয়েছিল।
এছাড়া গত শুক্রবার ৩১ জনের নমুনা সংগ্রহ করে ২৪ জন শনাক্ত হয়েছে। তার মধ্যে ২ জন আগেই র্যাপিড অ্যান্টি টেস্টে শনাক্ত হয়। এ নিয়ে করোনার দ্বিতীয় ঢেউয়ে গোমস্তাপুরে শনাক্ত হলেন ১৭৩ জন, সুস্থ হয়েছেন ২৬ জন,চিকিৎসাধীন ১৪৫ জন ও মারা গেছেন ২জন।