বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৫ম শ্রেণির এক ছাত্র গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গত বুধবার রাতে উপজেলার আলিনগর ইউনিয়নের ইমামনগর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই গ্রামের আরিফের ছেলে কামাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র শাকিরুল (১০) বাড়ির লোকজনের অজান্তে শয়নকক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। রাতেই পরিবারের লোকজন তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। পড়াশুনার বিষয় নিয়ে বাবা-মার বকুনী খেয়ে সে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তবে শিশুটি মানসিক প্রতিবন্ধী ছিল বলে ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম জানান।