সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি পিস্তল, ম্যাগজিন ও ছয়রাউন্ড গুলিসহ আরজেন আলী (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে বোয়ালিয়া-নরশিয়া সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরজেন আলী ভোলাহাট উপজেলার দূর্গাপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহীন কামাল জানান, ভোলাহাট উপজেলার দূর্গাপুর থেকে গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়ন যাওয়ার সময় গত সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নরশিয়া পুলিশ চেকপোস্টে তল্ল¬াশি চালায় পুলিশ। এসময় মোটরসাইকেল চালক আরজেন আলীকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলিসহ আটক করা হয়। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।