সোমবার, ২০ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান জামালউদ্দিন মন্ডলকে আটকের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ সড়কের গোমস্তাপুর বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন অ্যাড. ফেরদৌস আলম ডলার, আওয়ামী লীগ নেতা ইবনুল আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান আলী, ছাত্রলীগ নেতা সাকলাইন মোস্তাক, ইভেন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে ইউপি চেয়ারম্যান জামালউদ্দিন মন্ডলকে মুক্তি না দিলে লাগাতার অবরোধ কর্মসূচি পালন করা হবে।
গত রোববার দুপুরে র্যাব ৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা চাঁপাইনবাবগঞ্জের মাছপট্টি এলাকা থেকে গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান জামালউদ্দিন মন্ডলকে আটক করে।