গোমস্তাপুর উপজেলায় তিনটি ব্রিজ উদ্বোধন

আপডেট: ডিসেম্বর ১১, ২০১৬, ১২:০৭ পূর্বাহ্ণ

গোমস্তাপুর  প্রতিনিধি


গোমস্তাপুর উপজেলায় পৃথক পৃথক ভাবে তিনটি ব্রিজ উদ্বোধন করা হয়েছে। গত শনিবার সকালে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের চকপুস্তুম হতে পশ্চিম চন্দনা পর্যন্ত রাস্তায় লহলী খালের উপর ও বোয়ালিয়া ইউনিয়নের নরশিয়া বাজার হতে লালগড় মাদ্রাসার পাশে এবং রহনপুর ইউনিয়নের জাইটভাঙ্গা গ্রামের রাস্তায় জাইটভাঙ্গা খাড়ির উপরসহ ৩টি ব্রিজ উদ্বোধন করা হয়। ব্রিজগুলোর উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কেএম আলমগীর কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব মওদুদ আলম খাঁ, গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজাহান আনসারী, সাধারণ সম্পাদক ও রাধানগর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামালউদ্দিন, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান আকবর, গোমস্তাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিঠু, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান লালু, উপজেলা যুবলীগের আহবায়ক রাশিদুল ইসলাম, সদস্য সেরাজুল ইসলাম টাইগার প্রমূখ।
উল্লেখ্য,গত ২০১৫-১৬ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের অর্থায়নে ৯৩ লাখ ৯৯ হাজার ৫’শ ৬২ টাকা ব্যয়ে এ ব্রিজগুলো নির্মাণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ