সোমবার, ২০ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
গোমস্তাপুর প্রতিনিধি
বজ্রবৃষ্টির সময় নর্থ পাওয়ার জোন লিমিটেডের লাইনে বিদ্যুত প্রবাহ বন্ধ হয়ে গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংযোগ চালু হয়নি। উপজেলার অধিকাংশ এলাকায় দীর্ঘ সময় বিদ্যুত না থাকায় মোবাইল চার্জ ফুরিয়ে অনেক গ্রাহক অসুবিধায় পড়েন। গরমে নির্ঘুম রাতকাটে মানুষের। অটোভ্যানের চার্জ ফুরিয়ে গেলে রাস্তায় যানবাহন কমে যায়। এ সুযোগে কেউ কেউ দ্বিগুণ ভাড়া আদায় করেন যাত্রীদের কাছে। গোমস্তাপুর বিদ্যুত সরবরাহ অফিসের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বজ্রপাতের ফলে চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর তেত্রিশ কেভি লাইনের ইনসুলেটর ক্ষতিগ্রস্ত হওয়ায় তা মেরামত কাজ চলছে। তবে কখন সংযোগ চালু হবে তা বলতে পারে নি তিনি।