গোল্ডেন গ্লোব ২০১৭ : সাত বিভাগে জয়ী ‘লা লা ল্যান্ড’

আপডেট: জানুয়ারি ১১, ২০১৭, ১২:০২ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



গোল্ডেন গ্লোবকে ঘিরে বরাবরের মতো এবারো দর্শকের আগ্রহ ছিলো তুঙ্গে। কোন সিনেমা জিতে নিলো সেরা ছবির মুকুট? কে পেলেন আজীবন সম্মাননা? এছাড়া কোন অভিনেতা-অভিনেত্রী কেমন সাজে এলেন তা জানতে যেন কৌতুহলের শেষ নেই!
এবারের আসরের অন্যতম বড় চমক ছিলো মিউজিক্যাল ঘরানার সিনেমা ‘লা লা ল্যান্ড’-এর সাতটি বিভাগে পুরস্কার জিতে নেওয়া। শুরু থেকেই অনান্য ছবির চেয়ে ইঁদুর দৌড়ে এগিয়ে থাকবে ডেমিয়েন কেজেল-এর ছবিটি- এমনটাই ধারণা করা হচ্ছিলো। কিন্তু কমেডি বা মিউজিক্যাল ঘরানার বিভাগে সেরা সিনেমা, সেরা অভিনেতা, অভিনেত্রী, শ্রেষ্ঠ পরিচালক ও সেরা সঙ্গীতসহ সাত সাতটি পুরস্কার ঘরে তুলে আসরের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ‘লা লা ল্যান্ড’-এর কুশলীরা!
সেরা চলচ্চিত্র (ড্রামা) বিভাগে পুরস্কার জিতে নিয়েছে ‘মুনলাইট’। সেরা অভিনেতা পুরস্কার জেতেন ‘ম্যানচেস্টার বাই দ্য সি’-এর জন্য কেসি অ্যাফ্লেক, সেরা অভিনেত্রী নির্বাচিত হন ‘এলি’ ছবির জন্য ইসাবেল হাপার্ট। সেরা অ্যানিমেশন ছবির মুকুট জিতে নেয় ‘জুটোপিয়া’। সেরা বিদেশি ভাষার ছবির পুরস্কার জিতেছে ফরাসি সিনেমা ‘এলি’।
অনুষ্ঠানে আজীবন সম্মাননা পুরস্কার সেসিল ডে’মিলে-তে ভূষিত হন অভিনেত্রী মেরিল স্ট্রিপ। পুরস্কার হাতে নিয়ে এ তারকার আবেগঘন বক্তব্যর চোখের পানি ধরে রাখতে পারেননি অনেকেই।
টেলিভিশন বিভাগে সেরা টিভি সিরিজ (ড্রামা) পুরস্কার পেয়েছে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘দ্য ক্রাউন’। কমেডি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে ডোনাল্ড গ্লোভার অভিনীত ‘আটলান্টা’ টিভি সিরিজটি। সেরা মিনি সিরিজের পুরস্কার জেতে ‘দ্য পিপল ভি.ও.জে সিম্পসন: অ্যামরিকান ক্রাইম স্টোরি’।
সেরা টিভি অভিনেতার (ড্রামা) পুরস্কার দিতে মঞ্চে আসেন সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। সোনালী রঙের গাউন ও চোখ ধাঁধানো সাজে তাকে লাগছিলো অনবদ্য।
এ ছাড়াও বলিউড তারকা দিপীকা পাড়ুকোন ও ভারতীয় বংশোদ্ভূত দেব প্যাটেলের উপস্থিতি এ আসরকে করেছে প্রাণবন্ত।
গোল্ডেন গ্লোব আসরের পূর্ণ তালিকা:
চলচ্চিত্র বিভাগ
১. সেরা চলচ্চিত্র (ড্রামা): মুনলাইট
২. সেরা চলচ্চিত্র (কমেডি/মিউজিক্যাল): লা লা ল্যান্ড
৩. সেরা অভিনেতা (ড্রামা): কেসি অ্রাফ্লেক (ম্যানচেস্টার বাই দ্য সি)
৪. সেরা অভিনেত্রী (ড্রামা): ইসাবেল হাপার্ট (এলি)
৫. সেরা অভিনেতা (কমেডি/মিউজিক্যাল): রায়ান গসলিং (লা লা ল্যান্ড)
৬. সেরা অভিনেত্রী (কমেডি/মিউজিক্যাল): এমা স্টোন (লা লা ল্যান্ড)
৭. সেরা পাশ্বর্চরিত্র (অভিনেতা): অ্যারন টেইলার জনসন (নকটারনাল অ্যানিমেল)
৮. সেরা পার্শ্বচরিত্র (অভিনেত্রী): ভাওলা ডেভিস (ফেঞ্চেস)
৯. সেরা পরিচালক: ডেমিয়েন ক্যাজেল (লা লা ল্যান্ড)
১০. সেরা চিত্রনাট্য: ডেমিয়েন ক্যাজেল (লা লা ল্যান্ড)
১১. সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র: এলি (ফরাসি)
১২.  সেরা সুরকার: জাস্টিন হারউইটজ ( লা লা ল্যান্ড)
১৩. সেরা গান: ‘সিটি অফ স্টারস’ (লা লা ল্যান্ড)
টেলিভিশন বিভাগ:
১. সেরা টিভি সিরিজ (ড্রামা): দ্য ক্রাউন
২. সেরা টিভি সিরিজ (কমেডি/মিউজিক্যাল): আটলান্টা
৩. সেরা টিভি মুভি বা মিনি-সিরিজ: দ্য পিপল ভি.ও.জে সিম্পসন: অ্যামরিকান ক্রাইম স্টোরি
৪. সেরা অভিনেতা (টিভি মুভি বা মিনি-সিরিজ): টম হিডলস্টোন (দ্য নাইট ম্যানেজার)
৫. সেরা অভিনেত্রী (টিভি মুভি বা মিনি-সিরিজ): সারা পলসন (দ্য পিপল ভি.ও.জে সিম্পসন: অ্যামরিকান ক্রাইম স্টোরি)
৬. সেরা অভিনেতা (ড্রামা): বিলি বব থর্নটন (গোলিয়াথ)
৭. সেরা অভিনেত্রী (ড্রামা): ক্ল্যারি ফয় (দ্য ক্রাউন)
৮. সেরা অভিনেতা (কমেডি/মিউজিক্যাল): ডোনান্ড গ্লোভার (আটলান্টা)
৯. সেরা অভিনেত্রী (কমেডি/মিউজিক্যাল): ট্রেস এলিস রোজ (ব্ল্যাক-ইস)
১০. সেরা পাশ্বর্চরিত্র (অভিনেতা): হিউ লরি (দ্য নাইট ম্যানেজার)
১১. সেরা পার্শ্বচরিত্র (অভিনেত্রী): অলিভিয়া কোলম্যান (দ্য নাইট ম্যানেজার)

এ বিভাগের অন্যান্য সংবাদ