শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:রাজশাহীতে গ্যাস সিল্ডিন্ডার কেটে ‘ভাঙ্গরি লোহা’ হিসেবে বিক্রি করার অপরাধে তিনজনকে আটক করেছে পুলিশ। রাতে তাদের বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি চলছিল। রোববার (৩ মার্চ) বিকেলে নগরীর স্টেডিয়াম মার্কেট থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।
আটক তিনজন হলো- নগরীর নওদাপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মেহেদী হাসান (২২), বিহারি কলোনির সোহেল রানার ছেলে সিয়াম (২২) ও শ্রীরামপুর টিবাঁধ এলাকার ইউসুফের ছেলে মিঠুন (২২)। আটকের পর তাদের চন্দ্রিমা থানায় নেওয়া হয়।
চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, আটককৃতরা দীর্ঘদিন থেকে স্টেডিয়াম মার্কেটে জাহিদ ট্রেডার্স নামের একটি দোকানে গ্যাস সিল্ডিন্ডার সংগ্রহ করে সেগুলো কেটে লোহা হিসেবে বিক্রি করছিল। দোকানে প্রচুর পরিমাণ গ্যাস সিল্ডিন্ডার কাটা অবস্থায় পাওয়া যায়। আটক তিনজন অপরাধ স্বীকার করে জানান, তারা গ্যাস সিলিন্ডার কেটে লোহা হিসেবে বিক্রি করেন।
বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের এরিয়া সেলস ম্যানেজার মাহবুব আলম বলেন, ৩০ লিটারের একটি গ্যাস সিল্ডিন্ডার তৈরি করতে কোম্পানির সাড়ে চার হাজার টাকারও বেশি খরচ হয়। কিন্তু সাধারণ মানুষ যেন এটি ব্যবহার করতে পারেন, তার জন্য ভর্তুক্তি দিয়ে বিক্রি করা হয় ২ হাজার ৬২০ টাকায়। এগুলো মেয়াদ উত্তীর্ণের আগেই এভাবে কেটে বিক্রি করলে দেশের ক্ষতি, কোম্পানির ক্ষতি।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম জানান, অবৈধভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও কেটে বিক্রির অপরাধে আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আইনের আওতায় নিয়ে আসা হবে। অন্য কেউ যাতে এই কাজটি করতে না পারে, সেদিকেও নজরদারি রাখা হবে।