মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
একবার চুল পড়া শুরু হলেই বিপত্তি। মাত্র সাতদিনের মধ্যে মাথা ন্যাড়াই হয়ে যাচ্ছে নারী-পুরুষ নির্বিশেষে। ঘটনাটি একটি গ্রামে ঘটেনি। এক জেলার পরপর তিনটি গ্রামে অধিকাংশ বাসিন্দার চুল পড়া এবং মাথা ন্যাড়া হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বুলধানা জেলায়। এই জেলার বোরগাঁ, কালয়াদ, হিঙ্গনা গ্রামের বাসিন্দাদের চুল পড়া, ন্যাড়া হওয়ার সমস্যা দেখা দিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, একবার চুল পড়া শুরু হলে, এক সপ্তাহের মধ্যে ন্যাড়া হয়ে যাচ্ছেন সকলে। একবার টান পড়লেই, মুঠো মুঠো চুল হাতে চলে আসছে। গত কয়েক সপ্তাহ ধরেই এই সমস্যা দেখা দিয়েছে।
গ্রামজুড়ে আতঙ্ক ছড়াতেই স্বাস্থ্য আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। তাঁদের অনুমান, জলদূষণের কারণেই সম্ভবত এমন পরিণতি। সার মিশ্রিত জল ব্যবহারের কারণে চুলের সমস্যা হতে পারে। পাশাপাশি শরীরের অন্যান্য সমস্যাও এর অন্যতম কারণ হতে পারে। এখনও পর্যন্ত ৫০ জনের বেশি এই সমস্যায় ভুগছেন। এই পরিসংখ্যান আরও বাড়তে পারে। তিনটি গ্রামের জল, আক্রান্তদের চুল, ত্বকের নতুন সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
তথ্যসূতত্র: আজকাল অনলাইন