ঘনঘন সোশ্যাল মিডিয়ায় ছবি, ভিডিও শেয়ার, অতিষ্ঠ হয়ে মা, বোনের গলা কেটে খুন পাকিস্তানি যুবকের

আপডেট: অক্টোবর ২২, ২০২৪, ৯:৩৪ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


একরাতেই পরিবারের চারজন নারী সদস্যকে খুন করল পাকিস্তানি যুবক। কারণ, পরিবারে কেবলমাত্র ওই নারী সদস্যরাই স্বাধীনচেতা। তাঁদের ‘লিবারেল’ লাইফস্টাইলের কারণেই চরম পদক্ষেপ করল যুবক। পরপর চারজনের গলা কেটে খুন করল সে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে পাকিস্তানের করাচিতে। শনিবার সোলজার বাজার এলাকায় এক ফ্ল্যাট থেকে চার নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ওইদিনই বিলাল আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে সে। জিজ্ঞাসাবাদে খুনের ঘটনাটি স্বীকার করেছে সে।

পুলিশ জানিয়েছে, মৃত চারজনের মধ্যে বিলালের মা, বোন, ভাগ্নি এবং বৌদি ছিলেন। চারজনেই সোশ্যাল মিডিয়ায় ছবি, ভিডিও শেয়ার করতেন। যাতে চরম আপত্তি ছিল বিলালের। চারজনের ‘লিবারেল’ লাইফস্টাইল এবং সোশ্যাল মিডিয়ায় আসক্তির জন্য অতীতে বহুবার ঝামেলাও করেছে সে। কিন্তু অবশেষে শনিবার চরম পদক্ষেপ করে।

বিলাল পুলিশকে জানিয়েছে, বোনকে ‘শাস্তি’ দিতেই খুনের পরিকল্পনা করেছিল। কিন্তু বাকিরাও বেঁচে থাকুক, তা সে চায়নি। রাতে সবাই যখন ঘুমিয়েছিলেন, সেই সময় ধারাল অস্ত্র দিয়ে সকলের গলা কেটে সে খুন করে। জানা গিয়েছে, বিলালের স্ত্রী ধার্মিক ছিলেন। কয়েক মাস আগেই সংসার ছেড়ে তিনি চলে যান। বিলালের ধারণা ছিল, মা, বোনদের ‘লিবারেল’ লাইফস্টাইলের কারণেই তার স্ত্রী ছেড়ে চলে গেছেন। এই কারণেই খুনের পরিকল্পনা করে সে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version