রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
২০২৩-এর সেপ্টেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শাহরুখ খানের ‘প্যান ইন্ডিয়ান’ ছবি ‘জওয়ান’। তামিল পরিচালক অ্যাটলি, দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেত্রী নয়নতারা এবং তামিল অভিনেতা বিজয় সেতুপতি আত্মপ্রকাশ করেছিলেন ‘জওয়ান’-এ। এই ছবিতে দক্ষিণী ঘরানার সঙ্গে বলিউডের রসায়নে বুঁদ হয়েছিল আসমুদ্রহিমাচল ভারত।
শাহরুখ-ঝড়ে কেঁপেছিল বক্স অফিস। ‘জওয়ান’-এ একাধিক অবতারে দেখা গিয়েছিল শাহরুখকে। সেসবের মধ্যে ভীষণভাবে আলোচিত হয়েছিল ‘বাদশা’র ন্যাড়া লুক। ছবির একটি দৃশ্যে ট্রেনের মধ্যে সারা মাথায় ব্যান্ডেজ নিজের হাতে খোলার পর দেখা গিয়েছিল ‘বাদশা’র এই নয়া অবতার। শাহরুখের এই লুকের পিছনে হাতযশ ছিল বিখ্যাত প্রস্থেটিক শিল্পী প্রীতিশীল সিং ডি’সুজার। সম্প্রতি, এক সাক্ষাৎকারে তিনি ফাঁস করেছেন কীভাবে তাঁদের মাথায় এসেছিল ছবিতে শাহরুখের এই লুক।
শিল্পী জানিয়েছেন, কোনও পরিকল্পনাই ছিল না তাঁদের। বরং বলা ভাল, ‘খানিক দুর্ঘটনাবশতঃ’ এই কাণ্ডটি ঘটেছিল। চিত্রনাট্য পড়ে শাহরুখের চরিত্রানুযায়ী তাঁর উপর বিভিন্ন ‘লুক টেস্ট’ করছিলেন তিনি ও তাঁর দল – “শাহরুখের কাঁচাপাকা দাড়ির সঙ্গে মানানসই বিভিন্ন পরচুলা পরাচ্ছিলাম ওঁকে। একটা সময় এমনিই ব্যাল্ড ক্যাপ পরিয়ে দিয়েছিলাম শাহরুখের মাথায়, স্রেফ এটা দেখার জন্য ওঁকে ন্যাড়া হিসাবে কেমন লাগে তা দেখার জন্য। ওম্মা! দেখলাম রকস্টারের মতো লাগছে শাহরুখকে। ব্যস! আর দ্বিতীয় কিছু ভাবিনি। এই লুকটার উপর তখনই সিলমোহর বসিয়ে দিয়েছিলাম!”
তাঁর এই ন্যাড়া লুক সমন্ধে এক পুরনো সাক্ষাৎকারে ‘কিং খান’ অবশ্য জানিয়েছিলেন যে খানিক আলসেমির কারণেই এই লুক পছন্দ করেছিলেন তিনি। বলি-তারকার কথায়, “ন্যাড়া লুকটা চিত্রনাট্যের অংশই ছিল না। বলা ভাল, এই লুক আমি অলসতার কারণেই বেছে নিয়েছিলাম। বলেছিলাম, ন্যাড়া লুক করলে কেমন হয়? তাহলে দু’ঘণ্টা ধরে মেকআপ করতে হবে না। তো সেখান থেকেই এই লুকের ভাবনা। যদিও তখন একটু ভয় ভয় পেয়েছিলাম কারণ যে বন্ধুদের এই লুক দেখিয়েছিলাম ওরা সবাই বলেছিল, ‘ভাই, এটা অত্যন্ত ভয়ঙ্কর, মেয়েরা তোকে পছন্দ করবে না।’ কিন্তু এখন দেখি, মেয়েরা আমার এই লুক পছন্দ করেছে। আশা করব, টাক পড়েছে এমন পুরুষদেরও পছন্দ করবে মেয়েরা। আর আমার কিন্তু ন্যাড়া মেয়ে ভাল লাগে।”
তথ্যসূত্র: আজকাল অনলাইন