শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক:
‘ট্রাম্প কার্ডে’ সাদা বাড়ির দখল নিয়েছে রিপাবলিকানরা। সেই সূত্রে দ্বিতীয়বার বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পদে বসতে চলেছেন ৭৮ বছরের বর্ষীয়ান নেতা। ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট হিসাবে কত বেতন পাবেন তিনি? মিলবে আরও কী কী সুযোগ-সুবিধা? অবসরের পর কী কী সুবিধা পান একজন মার্কিন প্রেসিডেন্ট?
প্রশাসনিক ক্ষেত্রে আমেরিকায় সর্বোচ্চ পদ প্রেসিডেন্ট। গড় বার্ষিক বেতন ভারতীয় মুদ্রায় ৩ কোটি ৩৬ লক্ষ টাকা। এছাড়াও একাধিক করমুক্ত ভাতা পান একজন মার্কিন প্রেসিডেন্ট। অতিরিক্ত হাত খরচ হিসেবে পান ৪২ লক্ষ টাকা। ভ্রমণ খরচ হিসেবে পান ৮৪ লক্ষ টাকা, বিনোদনের জন্য পান আরও ১৬ লক্ষ টাকা। সব মিলিয়ে ট্রাম্পের জন্য আমেরিকার কোষাগার থেকে বরাদ্দ করা হবে বছরে প্রায় ৪ কোটি ৭৮ লক্ষ টাকা।
প্রত্যেক মার্কিন প্রেসিডেন্ট আরও একটি সুবিধা পেয়ে থাকেন। হোয়াইট হাউজকে নিজের পছন্দ মতো সাজানোর জন্য ৮৪ লক্ষ টাকা দেওয়া হয় দেশের কোষাগার থেকে। মার্কিন গণমাধ্যমের খবর, নিজের আমলে বারাক ওবামা এই অর্থ গ্রহণ করেননি। পরিবর্তে নিজের খরচেই তুলনায় অনেকটাই কম ব্যয়ে হোয়াইট হাউজকে সাজিয়ে তোলেন তিনি।
এছাড়াও রাষ্ট্রপ্রধান হিসেবে লিমুজিন, মেরিন ওয়ান, এয়ার ফোর্স ওয়ান, দ্য বিস্টের মতো গাড়ি ও বিমানের ব্যবস্থা থাকে। একজন মার্কিন প্রেসিডেন্ট অবসরকালীন ভাতা পান বছরে প্রায় দেড় কোটি টাকা। এছাড়াও বিনামূল্য আজীবন স্বাস্থ্যবিমা পান। এখানেই কিন্তু প্রেসিডেন্টের জন্য খরচ শেষ হচ্ছে না। কারণ সর্বশক্তিমান মার্কিন প্রেসিডেন্টের শত্রুর সংখ্যাও বিপুল এবং বিপজ্জনক। ফলে নিরাপত্তা খাতে খরচ হয় বিপুল পরিমাণ অর্থ।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন