শনিবার, ২৫ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
শোক সভায় বক্তব্য দেন নগর আ’লীগের সহসভাপতি শাহীন আকতার রেনী। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ নেতৃবৃন্দ-সোনার দেশ
বঙ্গবন্ধুর ৪২তম শাহাদতবার্ষিকী অনুষ্ঠানে মহানগর আ’লীগের সহসভাপতি শাহীন আকতার রেনী বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করে ঘাতকরা মুক্তিযুদ্ধের চেতনা, মূল্যবোধ ও রূপকল্পকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু তাদের সেই হীন উদ্দেশ্য সফল হয়নি। খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে রাজশাহীতে আ’লীগ সাংগঠনিকভাবে শক্তিশালী। দেশে নারীরা সকল ক্ষেত্রে সফলতা অর্জন করছেন। গতকাল বৃহস্পতিবার ৬ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সমাজসেবী রেনী বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া ও প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী নিরলসভাবে পরিশ্রম করে চলেছেন। ২০২১ সালের মধ্যেই মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালে বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হবে। তিনি স্বাধীনতাবিরোধী কুচক্রীমহলের প্ররোচণায় ঘটা নৃশংস হত্যাকা-ের কঠোর সমালোচনা করে বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পিছনে এসব কুচক্রী মহলের গভীর ষড়যন্ত্র ছিল এবং ভবিষ্যতে সকলকে একসাথে এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, নগর মহিলা আ’লীগের সভাপতি সালমা রেজা, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু, নগর আ’লীগের সদস্য এনামুল হক কলিন্স, ৬ নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি সোহেল রানা বাবু, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর নুরুজ্জামান টুকু প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ৬ নম্বর ওয়ার্ড মহিলা আ’লীগের সভাপতি জায়েদা বেগম। পরিচালনা করেন, ওয়ার্ড মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক মুক্তি রানী।