ঘুণে ধরা সমাজ

আপডেট: জুন ২৮, ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ণ

ওয়ালিউর শেখ


ঘুণে ধরা সমাজের এই অবস্থা
কমছে নিত্য বিশ্বাস-ব্যস্ততা।
মিথ্যার মুখোশে বাঁধা সত্যের মুখ
ন্যায়ের আকাশে জমা মেঘের দুখ।

প্রেমের প্রতিমা ভেঙে পড়ে আছে
লোভের আধারে স্নেহ-আলো মিছে।
মানুষের হৃদয় কাঠ, নেই মানবতা
স্বার্থের ঢেউয়ে ডুবে, যতো পারগতা।

শান্তির বুলি মুখে, হিংসার খেলা
পথে-ঘাটে বসে কত অজ্ঞতা মেলা।
ন্যায়ের পথিক ওই, পথহারা, একা
শাসকের চাপে মুছে সত্যের লেখা।

স্বপ্নরা বন্দি, নির্জীব-মরা, আস্তাকুড়ে
স্বাধীনতা কাঁদে পথে, মরে মাথাখুঁড়ে।
স্রষ্টার সৃষ্টিরা ছুটে আর ছুটে নষ্টের পথে,
ঘুণে ধরা সমাজ-এ, ধ্বংসের রথে?

তবু আলো, আশা জাগে, প্রভাত হবে
নতুন সূর্য চোখে-দিন, নতুনের লবে।
মানবতা ঘিরে থাক, মানুষের মতি
ধসে যাক সমাজের, যতো ঘুণোপতি ।