বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সুমন বনিক:
অনেকে অনেক স্বপ্ন নিয়ে ঘুমান
আমি ঘুমের জন্য ঘুমাই,
ঘুমের ভেতরে মৃত্যুর স্বাদ খুঁজি;
খুঁজি আমিহীন আমাকে-ই!
ঘুমের কাছে আমরা হেরে যাই
চূর্ণ হয় দম্ভ,
হেলে পড়ে মান-অপমানের নিত্তি
অহংকার-ক্রোধ-ক্ষমতা,
টি-টেবিলে গ্লাসে ঢেকে-রাখা জলের মত
পড়ে থাকে নীরব-নিথর দেহ।
ঘুমের কাছে আমারা হেরে যাই;
অথচ ঘুম ছাড়া মানুষ বাঁচে না!