রবিবার, ২০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
দুর্যোগের মধ্যেই সন্তান প্রসব বাইশোর বেশি গর্ভবতী নারীর। ওড়িশা উপকূলে আছে ডানা। তারপরেই সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন মায়েরা।
ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি মায়েদের এবং নবজাতকদের অভিনন্দন জানিয়েছেন।
এর মধ্যে ১৮ জন যমজ সন্তান রয়েছে। ঘূর্ণিঝড় আসার আগে প্রায় ছয় লাখ মানুষকে ছয় হাজার আটটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছিল। তাদের মধ্যে ছিলেন ৪,৮৫৯ জন প্রসূতি। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে তাদের জন্য আলাদা ব্যবস্থা ছিল। সেখানেই ২২০১ জন সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন।
মোট শিশু জন্মেছেন ২২১১ জন। এদের মধ্যে ১৮৫৮ জনের স্বাভাবিক প্রসব হয়েছে এবং ৩৪৩ জনের সিজার হয়েছে। সব মা এবং শিশুই সুস্থ আছে।
বেশ কয়েকটি যমজ সন্তান জন্মেছেন। এর মধ্যে গঞ্জাম জেলার উর্বসী নাহক রয়েছেন।
তিনি ঘূর্ণিঝড়ের দিনে যমজ সন্তানের জন্ম দিয়েছেন তাই ছেলের নাম ‘ডানা’ এবং তাঁর বোনের নাম ‘ডানাবতী’ রাখার পরিকল্পনা নিয়েছেন, জানিয়েছেন এক কর্মকর্তা।
তথ্যসূত্র: আজকাল অনলাইন