মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ এর প্রভাবে রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায় দিকে নগরীর বেশি কিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়েছে।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আব্দুস সালাম বলেন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়েছে। যা অতি সামান্য। মাপ যোগ্য নয়। আকাশে মেঘ রয়েছে; রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সোমবারের (৪ ডিসেম্বর) তুলনায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা কমেছে। সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আকাশে মেঘের কারণে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে।
প্রসঙ্গত, চলতি বছরে তিনটি ঘূর্ণিঝড় আঘাত হেনেছে বাংলাদেশে। গত ১৪ মে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘মোখা’। গত ২৪ অক্টোবর রাতে ঘূর্ণিঝড় ‘হামুন’ এরপর ১৭ নভেম্বর আঘাত হানে ঘূর্ণিঝড় ‘মিধিলি’ বাংলাদেশে আঘাত হানে।