শনিবার, ২৫ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
বিশেষ ব্যবস্থায় রাজশাহী থেকে ঢাকায় নেয়া হচ্ছে ঘোড়িয়াল-সোনার দেশ
বিপন্ন প্রজাতির প্রাণি ঘড়িয়ালের জোড়া তৈরি করে বংশবৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে। এর অংশ হিসেবে গতকাল শুক্রবার রাতে শহিদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা থেকে একটি নারী ঘড়িয়াল ঢাকা চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়েছে। আর ঢাকা থেকে আনা হবে পুরুষ ঘড়িয়াল।
চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. ফরহাদ উদ্দিন জানান, শুক্রবার রাতে চিড়িয়াখানা থেকে একটি নারী ঘড়িয়াল রাজশাহী সিটি করপোরেশনের ট্রাকে করে বিশেষ ব্যবস্থায় ঢাকা চিড়িয়াখানায় পাঠানো হয়েছে। সেখানে এ নারী ঘড়িয়ালটি অবমুক্ত করা হবে। সেখান থেকে আজ শনিবার আরেকটি পুরুষ ঘড়িয়াল আনা হবে রাজশাহীতে। রোববার ঢাকা থেকে আনা পুরুষ ঘড়িয়ালটিকে অবমুক্ত করা হবে রাজশাহী চিড়িয়াখানায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শহিদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় ৩০বছর ধরে রয়েছে দুটি ঘড়িয়াল। এসময় জেলেদের জালে পদ্মা নদীতে ধরা পড়ে এই দুটি ঘড়িয়াল। এরপর তা অবমুক্ত করা হয় চিড়িয়াখানায়। আশা ছিলো, এখানে তারা বংশবৃদ্ধি করবে। কিন্তু তা আর হয়নি। কারণ, তারা দুজনই নারী। আর ঢাকা চিড়িয়াখানায় রয়েছে চারটি ঘড়িয়াল। তাদের সবাই পুরুষ। তাই সেখানেও বংশ বৃদ্ধি হয়নি। একটি ঘড়িয়াল সাধারণত ৪৫ বছর বেঁচে থাকে। তারা প্রজননের উপযোগী হয় ১৩ থেকে ১৫ বছর বয়সে। সেই বিবেচনায় রাজশাহীর ঘড়িয়াল দুটির যৌবনপ্রায় শেষের দিকে। তারপরও তাদের পুরুষ সঙ্গী দিয়ে বাচ্চা উৎপাদনের চেষ্টা করা হবে।