চক্ষু চিকিৎসক ডা.আয়াজকে আজীবন সম্মাননা বৃহস্পতিবার

আপডেট: মে ২১, ২০২৫, ১২:২৭ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি :


বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, চাপাইনবাবগঞ্জ শাখা এবং চাপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল এর পক্ষ থেকে বৃহস্পতিবার (২২ মে) বিকেল চারটায় বাংলাদেশের প্রথিতযশা স্বর্নপদক প্রাপ্ত চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন, চাপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের অন্যতম স্বপ্নদ্রষ্টা এবং অনারারি কনসালটেন্ট, বি,এন,এস,বি চাপাইনবাবগঞ্জ শাখার প্রাক্তন চেয়ারম্যান এবং প্রবীন হিতেষী সংঘের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. আয়াজ উদ্দিন আয়াজকে আজীবন সম্মাননা ও গুণীজন সম্বর্ধনা প্রদান করা হবে।

চাপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের ডা. আয়াজ উদ্দিন মিলনায়তনে উক্ত আয়োজনে সভাপতিত্ব করবেন সমিতির চেয়ারম্যান ও চাপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা প্রকৌশলী একেএম খাদেমুল ইসলাম ফিকশন। অনুষ্ঠান পরিচালনা করবেন সমিতির সাধারণ সম্পাদক মো: আব্দুল হাকিম।

এ বিভাগের অন্যান্য সংবাদ