শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
চট্টগ্রামের কোতোয়ালি থানার হাজারী গলি এলাকায় দুর্বৃত্তের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ১২ জন সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দোকান ভাঙচুর ও উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর এ হামলার ঘটনা ঘটে।
চট্টগ্রাম যৌথ বাহিনীর টাস্কফোর্স-৪ এর পক্ষ থেকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
এ ঘটনায় বলা হয়েছে, হামলাকারীদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। এ বিষয়ে বুধবার (৬ নভেম্বর) সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
জানা যায়, একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যা থেকেই হাজারীগলিতে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। রাত ৮টার দিকে কয়েকশ জনতা একটি দোকান ভাঙচুর ও এক ব্যক্তিতে অবরুদ্ধ করে রাখলে যৌথবাহিনী সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যায়।
এই সময় বিভিন্ন ভবনের ছাদ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে এসিড ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে দুর্বৃত্তরা। এতে ৬ জন পুলিশ সদস্য এবং ৬ জন সেনাসদস্য আহত হন। তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাত ১২টার দিকে যৌথ বাহিনী পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলাকারীদের শনাক্ত করতে অভিযান পরিচালনা করছে বলে জানা গেছে।
তথ্যসূত্র: রাইজিংবিডি