বুধবার, ২৯ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
জয়পুরহাট প্রতিনিধি:
এলজিইডি নির্বাহী প্রকৌশলী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর উপর দূবৃত্তদের হামলায় শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা এলজিইডি’র সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে এলজিইডি ভবনের সামনে বগুড়া-জয়পুরহাট সড়কে জয়পুরহাট এলজিইডি নির্বাহী প্রকৌশলী আলা উদ্দিন হোসেনের সভাপতিত্বে পালিত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা এলজিইডি সহকারী প্রকৌশলী আব্দুল মতিন, সদর উপজেলা প্রকৌশলী সামিন শারার ফুয়াদ, আক্কেলপুর উপজেলার প্রকৌশলী রকিব হাসান, জেলা এলজিইডি সহকারী প্রকৌশলী মোকছেদুল আলম, মুস্তাফিজুর রহমানসহ সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী আলা উদ্দিন হোসেন বলেন , সম্পূর্ণ বে-আইনীভাবে নির্বাহী প্রকৌশলী গোলাম ইয়াজদানীকে শারীরিকভাবে লাঞ্ছনাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি যেমন দিতে হবে, তেমনি এ ন্যাক্কারজনক ঘটনায় জড়িত ঠিকাদারদের লাইসেন্স বাতিলসহ তাদের আজীবন কালো তালিকাভূক্ত করতে হবে। সরকারের সার্বিক উন্নয়ন কার্যক্রম নির্বিঘœ রাখতে এলজিইডির মাঠ পর্যায়ের প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক গানম্যান প্রদান ও নির্বাহী প্রকৌশলীদের ম্যাজেষ্ট্রেসি ক্ষমতা দিতে হবে। এ দিকে (আজ মঙ্গলবার) এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জেলা এলজিইডি’র মানববন্ধন থেকে দাবীকৃত শাস্তি ও নিরাপত্তা এবং ক্ষমতা প্রদানের দাবীসমূহের দ্রুত কার্যকর করার দাবী জানিয়েছেন জেলা সুজন সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল হাই, সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাবুদ্দিন, সদর সভাপতি বীর মুক্তিযোদ্ধা, সাবেক ব্যাংকার আজাদ হোসেন, পাঁচবিবি উপজেলা সভাপতি প্রভাষক জুলফীকার আলী ভূট্টু প্রমুখ।