চতুর্থবারের মত শ্রেষ্ঠ সংগঠকের খেতাব অর্জন করল নিসচা রাজশাহী জেলা

আপডেট: মে ১২, ২০২৪, ১১:১৩ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


সড়ককে নিরাপদ রাখতে বিভিন্ন কর্মসূচি পালন ও বাস্তবায়নে বিশেষ অবদান রাখার জন্য টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ সংগঠকের খেতাব অর্জন করল নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখা। নিরাপদ সড়ক চাই এর দশম মহাসমাবেশের অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। শনিবার (১১ মে) ঢাকায় শিল্প কলা অ্যাকাডেমির মিলনায়তনে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

স্টেজে উঠে অতিথিবৃন্দের নিকট থেকে সম্মাননা স্মারকটি গ্রহণ করেন নিসচা, রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাড. তৌফিক আহসান টিটু, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. আরিফুল ইসলাম আরিফ এবং সাংগঠনিক সম্পাদক ডা. আমানুল্লাহ বিন-আক্তার আবিদ। এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন রাজশাহী জেলা শাখাকে রোল মডেল হিসেবে আখ্যায়িত করে ভূয়সী প্রশংসা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ