বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সংঘর্ষের ঘটনার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ছয় নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কার হওয়া ছয়জনই চবি ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর অনুসারী। টিপু চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।
রোববার বিকালে চবি ছাত্রলীগের ছয় নেতাকে বহিষ্কারের কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান কেন্দ্রীয় দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবর্হিভূত কাজে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
এরা হলেন- চবি ছাত্রলীগের সহ-সভাপতি মো. রাকিব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরমান, যুগ্ম সম্পাদক আবু তোরাব পরশ, আপ্যায়ন সম্পাদক মিজানুর রহমান, সদস্য সাইদুল ইসলাম সাঈদ ও সদস্য আরিফুল হক টিপু।
চবি ছাত্রলীগনেতা দিয়াজ ইরফানের ঝুলন্ত লাশ তার নিজ ঘর থেকে উদ্ধারের পর সংগঠনটির বিভিন্ন গ্রুপের মধ্যে কয়েকবার সংঘর্ষ হয়। এর জের ধরে গত শুক্রবার শাহ আমানত ও শাহ জালাল হলে অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করা হয়।
সংঘর্ষের ঘটনা তদন্তে কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী এনায়েত, আরিফুর রহমান লিমন, মাকিব হাসান ও যুগ্ম সম্পাদক চন্দ্রশেখর ম-ল চট্টগ্রাম আসেন।
তাদের উপস্থিতিতে শনিবার সন্ধ্যায় নগরীর ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় চট্টগ্রাম জেলা এসপি কার্যালয়ের সামনে চবি ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর অনুসারীরা আবু সাঈদ মারজান ও আজিজুল হক নামে দুই নেতার ওপর হামলা করে।
দেলোয়ার বলেন, কেন্দ্রীয় নেতাদের প্রতিবেদনের ভিত্তিতে চবি ছাত্রলীগের ছয় জনকে বহিষ্কার করা হয়।
এছাড়া গত বৃহস্পতিবার চবি ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনার তদন্ত প্রতিবেদন পাওয়ার পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
গত ২০ নভেম্বর চবি দুই নম্বর গেইট এলাকাসংলগ্ন বাসা থেকে চবি ছাত্রলীগনেতা দিয়াজ ইরফান চৌধুরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
ঘটনার পর প্রথম ময়নাতদন্ত প্রতিবেদনে এটিকে আত্মহত্যা বলা হলেও তার পরিবারের সদস্য ও অনুসারীরা তা প্রত্যাখান করে এবং চবিতে বিভিন্ন টেন্ডার নিয়ে আলমগীর টিপুর সাথে বিরোধের জের ধরে তাকে হত্যার পর ঝুলিয়ে দেয়া হয়েছে বলে দাবি করা হয়।
পরে দিয়াজের মা আদালতে একটি হত্যা মামলা করেন। এর প্রেক্ষিতে আদালত সিআইডিকে দিয়ে ঘটনা তদেন্তর নির্দেশ দিলে শনিবার পুনরায় দিয়াজের লাশ কবর থেকে উত্তোলন করে ঢাকায় পুন:ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।- বিডিনিউজ