মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আগামী ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচন। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে প্রার্থীরা ততই প্রচারে ব্যস্ত রয়েছে। ভোটারদের মন জয় করতে সকাল থেকেই প্রার্থীরা তাদের দলীয় কর্মী আর সমর্থকদের নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। ভোটারদের মন জয় করতে গণসংযোগ ও পথসভার মাধ্যমে ভোট চাইছেন। নৌকার পক্ষে ভোট চেয়ে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের একাধিক পথসভা ও গণসংযোগ করেন এ আসনের সংসদ সদস্য প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি মো. আব্দুল ওদুদ। পথসভায় তিনি বলেন, একসময় সুবিধাবঞ্চিত ছিল চরাঞ্চলের এ ৭ টি ইউনিয়ন। ২০১৫ সালে অবহেলিত এলাকার উন্নয়নে মহানন্দা নদীর উপর নির্মিত হয় শেখ হাসিনা সেতু। এতেই গ্রামীণ জনপদে বইছে অগ্রগতির ধারা। রাস্তাগুলো যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন বদলে দিয়েছে শহর-গ্রামের পার্থক্য। বিশেষ করে চর নারায়ণপুর ইউনিয়ন নদী ভাঙ্গনে মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে। ভাঙ্গনরোধে সর্বাগ্রে সরকারের কাছে এ সমস্যার কথা তুলে ধরবো এবং সেই সাথে আমার আন্তরিকতার ঘাটতি থাকবে না। সংসদ সদস্য থাকাকালিন সময়ে এ ইউনিয়নের রাস্তার উন্নয়নের জন্য অর্থ বরাদ্দের ব্যবস্থা করা হয়েছিল। উন্নয়নকে বাধাগ্রস্থ করার কারণে অর্থ ফেরত চলে গিয়েছিল। কারা করেছিল আপনারাই বলতে পারবেন। আওয়ামী লীগ সরকার দেশকে উন্নয়নের মহাসড়কে প্রতিস্থাপনের মধ্যদিয়ে দেশকে আলোকিত করেছে। আওয়ামী লীগ সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। উন্নয়নের যে কর্মযজ্ঞ চলছে তার ধারাবাহিকতা থাকবে। উত্তরবঙ্গের সীমান্তবর্তী এ অঞ্চলের অনেক সম্ভাবনাময় অঞ্চল। মানুষ মিলে মিশে থাকতে চাই। তাই উন্নয়নের কোন বিকল্প নেই। নির্বাচনকে পুরোপুরি রাজনৈতিকভাবে না নিয়ে নিজেদের বিষয় চিন্তা করে প্রতিটি মানুষের উচিত দলমত নির্বিশেষে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করা। একটি দল উন্নয়নকে বাধাগ্রস্থ করতে সবসময় তৎপর থাকে। তাদের ভাষা শুধুই বিরোধীতা। তারা কেন যে উন্নয়ন চাই না, মানুষ তা বুঝতে পারে না। আমার বিরুদ্ধেও ষড়যন্ত্র হচ্ছে, সকল ষড়যন্ত্র মোকাবিলা করেই সাধারণ মানুষের পাশে আছি এবং থাকব। আর এসব ষড়যন্ত্রে জবাব দেবে যারা উন্নয়ন চান তারা। আমার বিশ্বাস আগামী ১ ফেব্রুয়ারি নির্বাচনে সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে সাধারণ মানুষ নৌকাকেই ভোট দিয়ে বিজয়ী করবে ইনশাআল্লাহ্। তিনি আরো বলেন, সকল ভেদাভেদ ভূলে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে দলীয় নেতাকর্মীরা মাঠে কাজ করায় ইনশাল্লাহ আমাদের জয় হবে।