‘চরিত্রহীন ভাই’, ভাবী সানিয়ার পাশে দাঁড়িয়ে শোয়েবকেই কাঠগড়ায় তুললেন বোন

আপডেট: জানুয়ারি ২১, ২০২৪, ১:৩৯ অপরাহ্ণ

 

সোনার দেশ ডেস্ক :


ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা অতীত। পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী এখন সানা জাভেদ। শনিবার (২০ জানিুয়ারি) তৃতীয়বার বিয়ে করেছেন পাক ক্রিকেটার। সানিয়া মির্জা শরিয়ত আইন অনুযায়ী ‘খুলা’ দিয়েছেন। ‘খুলা’ অনুযায়ী মুসলিম স্ত্রী একপেশেভাবে স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করে দিতে পারেন।

কিন্তু সানিয়া-শোয়েবের বিচ্ছেদে নাকি একেবারেই সায় ছিল না শোয়েবের পরিবারের। এমনকী তাঁর নতুন বিয়েতেও খুশি নয় পরিবার। তেমনটাই দাবি পাক ক্রিকেটারের বোনের। পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী শোয়েবের বোন জানিয়েছেন, তিনি বা তাঁর পরিবারের কেউই তাঁর ভাইয়ের নতুন বিয়েতে খুশি নন।

শোয়েবের বোনের দাবি, পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের বিবাহ-বহির্ভূত সম্পর্কে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন সানিয়া। শোয়েবকে বারবার বুঝিয়েও লাভ হয়নি। একাধিক নারীর সঙ্গে শোয়েবের সম্পর্ক মেনে নিতে পারেননি ভারতের টেনিস তারকা। শোয়েবের বোন বলছেন, ভাবী সানিয়ার সঙ্গে ভাই শোয়েবের বিয়ে বহির্ভূত সম্পর্ক নিয়ে অশান্তি লেগেই থাকতো। সানিয়া সেসব সামলাতে অতিষ্ঠ হয়ে যান।

শনিবার শোয়েব যে বিয়ে করেছেন, তাতে পরিবারের কাউকে পাশে পাননি। বাড়ির অমতে বিয়ে বলেই কেউ ভাইয়ের বিয়েতে যায়নি বলে দাবি পাক ক্রিকেটারের বোনের। সব মিলিয়ে প্রাক্তন পাক অধিনায়কের তৃতীয় বিয়ে নিয়ে তাঁর পরিবারে আগুন জ্বলছে।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ