চর মাজারদিয়াড় সীমান্তে ভারতীয় গরু-মহিষ আটক

আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০১৭, ১২:০৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



রাজশাহীর রাজপাড়া থানার চরমাজারদিয়াড় সীমান্ত এলাকা থেকে দুটি ভারতীয় গরু ও দুটি মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার দিবাগত রাত ২টার গরু-মহিষগুলো আটক করা হয়। গতকাল শনিবার বিজিবির ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সোহেল উদ্দিন পাঠান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বিজিবির চর মাজারদিয়াড় সীমান্ত ফাঁড়ির একটি টহলদল ভারতীয় সীমান্ত থেকে ২০০ গজ বাংলাদেশের ভেতরে স্কুলপাড়া নামক এলাকায় অভিযান চালায়। এ সময় তারা দুটি ভারতীয় গরু ও দুটি মহিষ আটক করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তিনি আরও জানান, আটক গরু-মহিষগুলো রাজশাহী শুল্ক কার্যালয়ে জমা দেয়া হয়েছে।