চলচ্চিত্র ব্যক্তিত্ব সুভাষ দত্তের প্রয়াণ দিবস আজ

আপডেট: মে ১৬, ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


সুভাষ দত্ত বাংলাদেশের একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা, সিনেমা চিত্রশিল্পী এবং অভিনেতা। তিনি ২০১২ সালের ১৬ নভেম্বর মৃত্যুবরণ করেছেন। তিনি ষাটের দশক হতে বাংলা চলচ্চিত্রের পরিচিত মুখ। তার কর্মজীবনের শুরু হয়েছিলো সিনেমার পোস্টার এঁকে। এ দেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ এর পোস্টার ডিজাইনার হিসেবে কাজ করেন তিনি। মাটির পাহাড় চলচ্চিত্রে আর্ট ডিরেকশনের মধ্যে দিয়ে তার পরিচালনা জীবন শুরু হয়।

এরপরে তিনি এহতেশাম পরিচালিত এ দেশ তোমার আমার ছবিতে প্রথম অভিনয়ের সুযোগ পান। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘সুতরাং’ (১৯৬৪) এবং সর্বশেষ চলচ্চিত্র ‘আমার ছেলে’ ২০০৮ সালে মুক্তি লাভ করে। এছাড়া তিনি বেগম রোকেয়ার জীবন ও কর্ম নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করার ইচ্ছে পোষণ করলেও তা পূরণ করে যেতে পারেন নি। তিনি ১৯৩০ সালের ৯ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন।