চলনবিলে পুরোদমে চলছে বোরো আবাদের প্রস্তুতি

আপডেট: জানুয়ারি ২২, ২০১৭, ১২:০৬ পূর্বাহ্ণ

সিংড়া প্রতিনিধি



চলনবিল অঞ্চলে পুরোদমে চলছে কৃষকদের বোরো আবাদের প্রস্তুতি। আমন মৌসুমের পরই শুরু হয়েছে এ বোরো মৌসুম। কৃষকদের এখন আর থামার ফুসরত নেই। এ অঞ্চলের কৃষকের কাঙ্খিত ফসল বোরো। যাকে বলা হয় ইরি ধান। সেই ইরি ধান আবাদের প্রস্তুতি চলছে পুরোদমে।
স্থানীয় সূত্রে জানা যায়, চলছে ইরি-বোরো ধানের বীজতলা তৈরি ও পরিচর্যার কাজ। নদীর কিনারা, বিলের ধার, সড়কের পাশে ও বাড়ির আঙিনায় চলছে বীজতলা তৈরির কাজ। অনেক স্থানেই বীজতলায় উকি দিচ্ছে বোরো ধানের চারা। প্রতি বছরই বোরো মৌসুমে চাষিরা চারা ও বিদ্যুৎ সঙ্কটে পড়েন।
এ বিষয়ে সিংড়া উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন জানান, চলতি মৌসুমে সিংড়ায় বোরো মৌসুমে ইরি-বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৬ হাজার ৫৪৪ হেক্টর। এর মধ্যে ৯২০ হেক্টর হাইব্রিড ও ৩৫ হাজার ৬২৪ হেক্টর উপশী। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো আবাদ হবে বলে আশা করছে কৃষি বিভাগ।