চলমান কোটা সংস্কার আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের একটি দাবি: রাবি ছাত্রলীগ সভাপতি

আপডেট: জুলাই ৮, ২০২৪, ১১:০২ অপরাহ্ণ

রাবি প্রতিবেদক:


চলমান কোটা সংস্কার আন্দোলনকে সাধারণ নাগরিক ও শিক্ষার্থীদের একটি দাবি বলে মন্তব্য করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু। সোমবার (৮ জুলাই) বিকেলে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার’ নামে একটি ফেসবুক গ্রুপে করা একটি পোস্টে তিনি এই মন্তব্য করেন।

ওই পোস্টে মোস্তাফিজুর রহমান বাবু লিখেছেন, ‘চলমান কোটা সংস্কার আন্দোলন সাধারণ নাগরিক ও শিক্ষার্থীদের একটি দাবি। এই সংগ্রাম বা, আন্দোলনকে পুজি করে যদি কোনো মৌলবাদী, সন্ত্রাসী ও বোমাবাজ সংগঠনের কর্মীরা যদি ভেবে থাকেন যে, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন কিংবা আন্দোলন অন্যদিকে নিয়ে যাবেন, তাহলে বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় তার সমুচিত জবাব দিতে প্রস্তুত।’

ছাত্রলীগের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের সৃষ্টিলগ্ন থেকেই ছাত্রলীগ আছে। ছাত্রলীগের ইতিহাস মানে বাংলাদেশের ইতিহাস। বাংলাদেশের সকল ন্যায্য দাবি, লড়াই, আন্দোলন, সংগ্রামের অন্যতম সারথী বাংলাদেশ ছাত্রলীগ। সেই সাথে স্বাধীনতা উত্তর শিক্ষার্থীদের সকল ন্যায্য দাবিকে ছাত্রলীগ পূর্ণ সমর্থন করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version