চলে গেলেন নওগাঁ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিপি সাহা

আপডেট: জানুয়ারি ২৮, ২০২৩, ১:০৯ অপরাহ্ণ


আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:


নওগাঁ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিপি সাহা (৪২) পরলোক গমন করেছেন। তিনি শুক্রবার (২৭জানুয়ারি) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ব্রেন হেমারেজের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ডাক্তার কৃষ্ণ কমল সাহার স্ত্রী লিপি সাহা শহরের টাইম স্কয়ারে ভাড়া থাকতেন।

জানা যায়, সবার প্রিয় জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিপি সাহা গত কয়েকদিন আগে হঠাৎ স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। নওগাঁয় প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর রাজশাহীতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হলে তাকে ঢাকার একটি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি ২ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। লিপি সাহার অকাল মৃত্যুতে নওগাঁর রাজনৈতিক অঙ্গনসহ সকল স্তরে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মারেক, সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি,

সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনসহ জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি বলেন লিপির শূণ্যতা আর কোনদিনই পূরণ হবার নয়। সেছিলো প্রিয়ভাষীনী ও প্রিয়দর্শনী। লিপি আওয়ামীলীগের জন্য এক নিবেদিত প্রাণ ছিলো। সে যে এতো তাড়াতাড়ি চলে যাবে ভাবতেই পারছি না। তার অকাল মৃত্যুতে পুরো আওয়ামীলীগ পরিবার মর্মাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।