শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
জাহিদ আল হাসান
আমি চলে গেলেও
তুমি খুঁজে পাবে নতুন আকাশ
সেখানে মেঘের মতো উড়বো
আমাদের দেখা হয়ে যাবে
ঘৃণার সময় প্রাক্তন নয়, মানুষ পরিচয় দিয়ো
খুঁজে পাওয়া নতুন আকাশে,
আমার নরম রোদটুকু নিয়ো।
এতো যে যাবার কথাই বলো?
কাঁটাতার পেরিয়ে পেছন ফিরে তাকিয়ো
আমাকে ভুলে অন্য বুকে-পুনর্জন্ম নিয়ো।